সংগৃহীত
খেলা

আমেরিকান লিগে বর্ষসেরা লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির হাত ধরে বদলে গেছে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস)। ইন্টার মায়ামিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। পিএসজি ছেড়ে ২০২৩ সালের মাঝামাঝিতে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেন ইন পিঙ্করা দুটি শিরোপা জিতেছে। এবার আর্জেন্টাইন মহাতারকার মাথায় উঠেছে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট।

চলতি বছর ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ইন্টার মায়ামির জার্সিতে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করার পাশাপাশি ১৬টিতে অ্যাসিস্ট করেন। অথচ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও চোটের কারণে তিনি ৬২ দিন মাঠে ছিলেন না। তা সত্ত্বেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। অবশ্য তার অনুপস্থিতি ভুগিয়েছে দলকে, শিরোপা হাতছাড়া হয়ে এমএলএসে। তবে এমএলএসের দুটি প্রেস্টিজিয়াস ট্রফির মধ্যে একটি সাপোর্টাস শিল্ড জিতেছে মেসি-সুয়ারেজদের মায়ামি।

প্রথমবারের মতো মায়ামির এই অর্জনে সামনে থেকেই নেতৃত্ব ছিল মেসির। যার বদৌলতে আর্জেন্টাইন অধিনায়ক এবারের এমএলএসে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পুরস্কারটি দেওয়া হয় খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।

ব্যক্তিগত সাফল্যেও অবশ্য তৃপ্ত নন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। তার অসন্তোষ দল এমএলএস কাপের ফাইনাল খেলতে না পারায়। রবিবার এই প্রতিযোগিতার ফাইনালে লড়বে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও নিউইয়র্ক রেড বুলস। আগামী আসরে শিরোপা নির্ধারণী মঞ্চে থাকার লক্ষ্য জানিয়ে মেসি বলেন, ‘এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটি পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরো শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।’

এর আগে ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে মেসি শিরোপা জয়ের অতৃপ্ত তাড়নার কথা জানিয়েছিলেন। এবার বর্ষসেরা পুরস্কার পেয়েও একই বিষয়ের পুনরাবৃত্তি করলেন, ‘আমি অন্য এক পরিস্থিতিতে পুরস্কারটি পেতে চাই, এমএলএস কাপ ফাইনালে খেলে।’ এবার এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ (৭৪) পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়লেও, এমএলএস কাপে তার প্লে-অফ থেকে বিদায় নেয়।

এদিকে, সম্মিলিত ভোটে মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বলে বিবৃতিতে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। তারা বলছে, ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ৭০ ভোট পান। মেসির সতীর্থ লুইস সুয়ারেজসহ সেই লড়াইয়ে আরও তিনজন থাকলেও, তারা ১০ শতাংশ ভোটও পাননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিটিভির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে সাংবাদিক আহমেদ তেপান্তর

বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি&r...

গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজার...

কামড়ে মিলবে সোনার ছোঁয়া, বিশ্বের দামি বার্গার হতে চলেছে এটি

ছোট একটি বার্গার, যার দাম প্রায় পাঁচ লাখ টাকা! অব...

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ...

‘প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় ল্যান্ড করবেন হাসিনা, সরকার তাকে স্যালুট জানাবে’

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে...

সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চলতি মৌসুমে শীত জেঁকে বসেছে রাজধানী ঢাকাসহ দেশের অ...

তোতাপাখি তুলল শিশুর নড়বড়ে দাঁত

ছোটবেলায় যে কারো দাঁত নড়বড়ে হলে অনেক কসরত করে তা ফ...

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ

নির্যাতিত-নিপীড়িত মানুষের মহান নেতা মওলানা আবদুল হ...

বাবা ডাক শুনে যেতে পারলেন না গণঅভ্যুত্থানে শহীদ রাব্বি

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের ন...

সোনার বর্ধিত দাম আজ থেকে কার্যকর

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা