রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ই মার্চ) বিকাল ৫ ঘটিকায় উত্তরা ১২ নম্বর সেক্টর বালুর মাঠ এলাকায় আমাদের উত্তরা ফাউন্ডেশন কর্তৃক শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উত্তরা ফাউন্ডেশনের উপদেষ্টা মোনালিসা মুন্নী, কার্যনির্বাহী কমিটির সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ-সভাপতি রিপা খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাকিল হোসেন হৃদয়, সোহানুর, আবিদা রহমান রুপা সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
আমাদের উত্তরা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ ৪ বছর ধরে আমাদের উত্তরা ফাউন্ডেশন সমাজের সকল প্রকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সহযোগিতা হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের উত্তরা ফাউন্ডেশন আগামীতেও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অসহায় দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাবে বলে জানান সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ।
আমারবাঙলা/জিজি