সংগৃহিত
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ভারী তুষারপাতের ফলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক জানান, ভূমিধসের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত প্রদেশটির বেশিরভাগই পাহাড়ী বন দ্বারা আচ্ছাদিত। এটি হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে অবস্থিত।

এদিকে বরফের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

প্রদেশের গণপূর্ত বিভাগের প্রধান মোহাম্মদ নবী আদেল জানান, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে নুরিস্তান শহরে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। প্রদেশের প্রধান সড়কটি বরফের কারণে ঢাকা পড়েছে। এতে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপিকে প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, ভূমিধসের প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো তুষারপাত হচ্ছে। এর মধ্যেই উদ্ধার কাজ চলছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। হাশিমি আরও জানান, আফগানিস্তানের বেশির ভাগ এলাকাতেই চলতি বছর তুষারপাত দেরিতে শুরু হয়েছে।

জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। টানা ৩ বছর ধরে খরার কারণে প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে যাচ্ছে দেশটি।

কর্মকর্তারা বলেন, নুরিস্তান প্রদেশে গত বছরের তুলনায় এ বছর তুলনামূলক কম তুষারপাত হয়েছে।

মোহাম্মদ নবী আদেল বলেন, এ বছর আগের বছরগুলোর মতো তুষারপাত হয়নি। এটা বেশি দিন স্থায়ীও হচ্ছে না।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছে আফগানিস্তান। দুর্যোগপ্রবণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: এএফপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

রোহিঙ্গা সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

শীতে কাঁপছে পঞ্চগড়, ঢাকায় এখনো গরম

আর কিছুদিন পরই হয়তো ঢাকায় জেঁকে বসবে শীত। তবে এর আ...

প্রবাসীদের পেটাতে বাউন্সার ভাড়া করেছে ইএসকেএল

নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীদের জন্য বাউন্সার ভাড়া করেছে মা...

সংখ্যালঘুদের জন্য ৪২ আসন সংরক্ষণের দাবি

আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে সংখ্যালঘুদের জন্য...

জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর জুরাইন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

আইপিএলে ১৩ ক্রিকেটারের নাম পাঠালো বিসিবি

পরবর্তী আরও তিনটি মৌসুমের আইপিএলের জন্য ১৩ ক্রিকেট...

ঢাকায় পৌঁছেছে বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা