সারাদেশ

আধিপত্য বিস্তার: ৬ জন গুলিবিদ্ধের ঘটনায় অভিযোগ, আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে তিনজন পথচারীসহ মোট ৬ জন গুলিবিদ্ধের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে গুলিবিদ্ধ জয় মস্তানের মা শামসুন্নাহার বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় বুধবার রাতে রাসেল (২০) ও আলভীকে (২০) আটক করেছে পুলিশ।

এর আগে, বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ হয়। সংর্ঘষে গুলিবিদ্ধরা হলেন- পথচারী মো. জুয়েল বেপারী (২৯), জুয়েলের ভাইয়ের মেয়ে তাবাসসুম (৭ মাস), অটোরিকশা চালক জহিরুল ইসলাম(৩২)। এক পক্ষের জয় মস্তান (২০)।প্রতিপক্ষের আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) আমিনুল ইসলাম বৃহস্পতিবার দুপর ১ টার দিকে বলেন, সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে দুই জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করার পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সোলাচর এলাকায় গিয়ে দেখা যায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামটিতে শুনসান নিরবতা। আহত জয়দের বাড়িতে গেলে দেখা যায়, তাদের বাড়িতেও শুনসান অবস্থা বিরাজ করছে। আহত জয়ের দাদা সোহরাব মস্তান তালাবদ্ধ ঘরের দরজার সামনে বসে আছে। মানুষ দেখলেই নাতির অবস্থা বর্ণনা করে বিচার চাইছেন।

শোলারচর গ্রামের একাধিক বাসিন্দা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আলী হোসেনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বুধবার সন্ধ্যার কিছু আগে স্থানীয় চরডুমুরিয়া বাজার থেকে আলী হোসেন পক্ষের জয় মস্তান জহিরুলের অটোরিকশা করে সোলারচর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে সোলারচর গ্রামে পৌঁছানোর পর সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সুরুজ মিয়ার পক্ষের কালাম, মনা সহ তিন-চারজনের একটি দল জয়ের উপর হামলা চালায়।

এ সময় জয় সহ অটোরিকশা চালক জহিরুল পালানোর চেষ্টা করলে কালাম, মনারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জয় মস্তান, জহিরুল হক, পথচারী মো. জুয়েল ও সাত মাস বয়সী শিশু তাবাসসুম। এ সময় নিজেদের ছোড়া গুলিতে সুরুজ মিয়ার পক্ষের আলভি শিকদার ও রাসেল শেখও আহত হন।

সন্ধ্যায় শিশুসহ ৬ জনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জয়, জুয়েল, তাবাসসুম, জহিরুলকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। অন্য ৫ জন আহতের অবস্থা শঙ্কা মুক্ত হলেও গুরুত্বর অবস্থায় জয়ের চিকিৎসা চলছে।

জয় মস্তানের দাদা সোহরাব হোসেন মস্তান (৭০) বলেন, জয়ের অবস্থা খুব খারাপ। সারা রাত আমরা হাসপাতালে ছিলাম। বৃহস্পতিবার ভোরে বাড়িতে এসেছি। জয় চোখ খুলছে না। জয়ের কিছু হলে আমি নিজেও মরে যাব। সবাইকে আসামি করে যাব। যারা আমার নাতিকে এভাবে মেরেছে, আমি তাদের বিচার চাই।

স্থানীয় সালমা বেগম বলেন, আমরা এলাকায় শান্তি চাই। কয়েকদিন পর পর এলাকায় মারামারি লাগে গোলাগুলি হয়। খুন হয়। গ্রামে শান্তিতে থাকতে পারছিনা। আমরা আর এগুলা চাইনা। যারা পেছনে থেকে বারবার এসব ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক। যাদের স্বজন যায় একমাত্র তারাই বোঝে স্বজন হারানোর কষ্ট।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আলী হোসেন বলেন, আমরা কখনো কারো উপর হামলা করিনি। কিছু হলেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার লোকজন আমাদের এলাকার লোকজনকে মারধর করেন। হামলা চালায়। সুরুজদের লোকজনের হামলায় আমাদের লোক, পথচারীরা গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত সুরুজ মিয়া ও তাঁর লোকজনের উপযুক্ত বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে সুরুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। এবং সমর্থিত কাউকে এলাকাও পাওয়া যায়নি।

আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন ও আধিপত্য ধরে রাখতে দুই যুগের বেশি সময় ধরে এ দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। তাঁদের মারামারির কারণে পুরো ইউনিয়নের মানুষ অশান্তিতে আছে। কয়েক দিন পরপর তাঁরা ভয়ংকর সংঘর্ষে জড়াচ্ছেন। তাঁদের জন্য সাধারণ মানুষও হতাহত হচ্ছে।

বিষয়টি সমাধানে স্থানীয়, শহর ও জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে একাধিকবার বসা হয়েছে। প্রতিবার মীমাংসা করার পর তাঁরা আবার সংঘর্ষে জড়ান। ইউনিয়নের বাসিন্দাদের মতো তিনিও তাঁদের যন্ত্রণা থেকে মুক্তি চান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার রাতে আহত জয় মস্তানের মা শামসুন্নাহার বেগম থানায় লিখিত অভিযোগ করেছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

রোহিঙ্গা সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা...

আইপিএলে ১৩ ক্রিকেটারের নাম পাঠালো বিসিবি

পরবর্তী আরও তিনটি মৌসুমের আইপিএলের জন্য ১৩ ক্রিকেট...

নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগে রাজধানীরবাসী

নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগে রাজধানীর দুই সিটি ক...

পদ্মাসেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

পদ্মাসেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা-যশোর-খুলনা-বেনা...

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ছোড়া সেই তৌহিদুল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর...

ফার্মগেটের মার্কেন্টাইল ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ফার্মগেট এলাকায় মার্কেন্টাইল ব্যাংকে লাগা...

এখনো পলাতক পুলিশ সদস্যদের বেতন-ভাতা বন্ধ

৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে পুলিশ সদস্যরা কর্...

শাটল বাস চালু করলো ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথমবারের মতো শাটল বা...

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে সংক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা