নিজস্ব প্রতিবেদক: ভারতের ‘আধিপত্যে’র বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
তিনি বলেন, যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায়, ন্যায্য পানি থেকে বঞ্চিত করে, মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে সে কখনো বন্ধু হয় না। তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। তাদের এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন করে যাবো।
শনিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন, দুই লাখ টাকার নাট-বল্টু ভারত থেকে আমদানি হয়েছে দুই কোটি টাকা দিয়ে। আর সেই দেশে বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার রেমিট্যান্স চলে যায়, সেই খবর আওয়ামী লীগ কখনো রাখে না। কারণ তারা প্রতিবেশী বন্ধু। এই অবৈধ সরকারকেও তারা সমর্থন দিয়ে যাচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, আজকে আমাদের বলতে হয়, মানুষকে আর অবহেলা করবেন না। বিএনপির সৃষ্টি হয়েছিল এদেশের মানুষের জন্য, জাতীয়তাবাদের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য। তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে। এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ এখন এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা হয় সীমান্তে। মরদেহ আনার জন্য ভারতের হাতেপায়ে ধরতে হয়। এই অথর্ব, অযোগ্য, ভারতের অনুগত সরকার আমরা চাই না। আমাদের নেত্রী বলেছেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। ভারতের সঙ্গে এ দেশের বন্ধুত্ব হবে ন্যায্য অধিকারের মাধ্যমে। বন্ধুত্ব হবে দুই দেশের জনগণের মধ্যে। কোনো নিপীড়নের মধ্যে নয়।
এবি/এইচএন