সংগৃহীত
খেলা

আট বছর একই অন্তর্বাস পরে খেলেন ব্রাজিলের এদেরসন

ক্রীড়া ডেস্ক

সবকিছুতে কুসংস্কার আছে; খেলাধুলাতে থাকবে এটিই স্বাভাবিক। অনেক খেলোয়াড়ের অনেক রকম কুসংস্কার আছে। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের কুসংস্কার শুনলে একটু অবাক হওয়ার পাশাপাশি অদ্ভুতও লাগতে পারে।

বিবিসির ‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানে এদেরসন জানিয়েছেন, আট বছর ধরে প্রতি ম্যাচে তিনি একই অন্তর্বাস পরছেন। ৩১ বছর বয়সী গোলকিপারের ভাষায়, ‘আমার একটি মাত্র কুসংস্কারই আছে। একই অন্তর্বাস পরে সব ম্যাচ খেলি।’

সঞ্চালক ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার শে গিভেন একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘কী, পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস?’ এদেরসনের এবার অবাক করার পালা। একটু হেসে সিটি গোলকিপার বলেন, ‘না, আট বছর ধরে একই অন্তর্বাস।’

এদেরসনের কথা শুনে আয়ারল্যান্ডের সাবেক এই গোলকিপার আরো চমকে যান। অর্থাৎ আট মৌসুম ধরে একই অন্তর্বাস পরে ম্যাচ খেলছেন এদেরসন। একটু ধাতস্ত হয়ে গিভেন বলেন, ‘বলেন কী! সেটি তো তাহলে খুব একটা ভালো অবস্থায় নেই।’

এদেরসন কী কারণে আট বছর ধরে একই অন্তর্বাস পরে ম্যাচ খেলছেন, তা জানাননি। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ২০১৭ সালে সিটিতে যোগ দেন এদেরসন। তার এ কুসংস্কার যে কাজে লেগেছে, তা বোঝা যায় এদেরসনের পুরস্কারের শোকেসে তাকিয়ে। সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ ও একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

তবে চলতি মৌসুমে এই কুসংস্কার সম্ভবত এদেরসনের কাজে লাগছে না। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে সিটি। শুধু এফএ কাপ জয়ের সুযোগই আছে পেপ গার্দিওলার দলের। ২৬ এপ্রিল এফএ কাপ সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।

সিটিতে সপ্তাহে ১ লাখ পাউন্ড বেতন পাওয়া এদেরসন দলটির হয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪৫ গোল হজম করেছেন। লিগে ২০ ম্যাচ খেলে হজম করেছেন ২৩ গোল। ২০১৭ সালে অভিষেকের পর ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন এদেরসন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের...

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮...

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহ...

সিদ্দিক কবিরাজের এক খিলি পানের দাম ১৫৭৫ টাকা

রাজশাহীর ঈদ মেলায় বাঘা দরগা শরিফের গেটের সামনে সিদ্দিক কবিরাজের (৫৭) পানের দো...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা