আজ (১৩ই মার্চ) দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর মৃত্যুতে মুক্তিজোট শোক প্রকাশ করেছে।
মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল গণমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন এ ঘটনায় আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। এই হৃদয়বিদারক ঘটনার সঙ্গে জড়িত আসামীদের দ্রুত বিচারের দাবীও জানান তাঁরা।
তাঁরা আরো বলেন, ‘দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন নির্মূল করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।’
বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তাঁরা।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। তাকে ঢাকার সিএমএইচের পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আমারবাঙলা/ইউকে