রেকর্ড আর ভিরাট কোহলি যেন সমান্তরাল শব্দ, একসাথে চলতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি রেকর্ড গড়লেন এ ব্যাটার। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে আসা বাউন্ডারির সংখ্যা এখন এক হাজার।
গত বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির আইপিএল বাউন্ডারির সংখ্যা ছিল ৯৯৮টি। হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছাতে বাকি ছিল মাত্র দু’টি।
ম্যাচে ১৪ বলে ২২ রান করে আউট হওয়ার আগেই অবশ্য এক হাজার বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও কোহলির নতুন রেকর্ডের দিনে দিল্লির কাছে হেরেছে তার দল।
এই পরিসংখ্যানে কোহলির আশেপাশে কেউ নেই। একমাত্র শিখর ধাওয়ান ৯০০ বাউন্ডারির মাইলফলকে। বাঁহাতি ভারতীয় ওপেনার ৭৬৮ চার ও ১৫২ ছয় মিলিয়ে ৯২০ বাউন্ডারির মালিক।
তালিকার তিনে থাকা অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মেরেছেন ৮৯৯টি চার-ছক্কা। তবে মেগা নিলামে ওয়ার্নারকে কোনো দল না নেওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না ৩৮ পেরোনো এ অজি তারকার।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ চার-ছক্কা মারা শীর্ষ দশ ব্যাটসম্যানের মধ্যে কোহলি, রোহিত শর্মা (৮৮৫) ও মহেন্দ্র সিং ধোনি (৬২৮) এই মৌসুমেও খেলছেন।
আমারবাঙলা/জিজি