কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা
সারাদেশ

আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

কুমিল্লা প্রতিনিধি

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ, কুমিল্লা। পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় পবিত্র রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন নির্বিঘ্ন করতে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী নিরাপত্তার ব্যাপারে সকল স্তরের পুলিশ সদস্যদের সতর্ক থাকার দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক, অফিস-আদালত, শপিংমল, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্যসহ মহাসড়কে ডাকাতি

ঠেকাতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও ডিবি টিমের গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা শহর কেন্দ্রীক নিরাপত্তা ব্যবস্থাঃ

১. কুমিল্লা নগরীর যানজট নিরসনের লক্ষ্যে শহরের মোট ২৯ টি স্থানে "জোন ইনচার্জ" টিআইগণ এর তদারকিতে সার্জেন্ট, এটিএসআই ও ট্রাফিক পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন পূর্বক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২. শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল শপিং মলগুলোর সামনে গাড়ি পার্কিং নিষিদ্ধ করাসহ যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা না করার জন্য সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

৩. জনসমাগম বেশি হয় যেমন ছাত্তারখান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, নিউ মার্কেট,স্বর্ণ মার্কেট এলাকা, টাউন হল সুপার মার্কেট, রূপায়ন টাওয়ার, ইয়াকুব প্লাজা ও প্ল্যানেট এসআর মার্কেটগুলোতে পকেটমার, নারীদের হয়রানি ও ইভটিজিং রোধসহ বিভিন্ন শপিং মলের "মার্কেট ডিউটিতে" আলাদা আলাদা মোট ছয়টি টিমসহ দু’টি ডিবি স্পেশাল টিম মোতায়েন করা হয়েছে।

৪. জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন প্রবেশ মুখে যেমন তেলিকোণা,চাঁনপুর ব্রীজ,আলেখারচর মোড় ও বালুতুবা মোড়ে মোট চারটি টিম এবং সদর দক্ষিণ মডেল থানা এলাকার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও পদুয়ার বাজার বিশ^রোড মোড়ে মোট দু’টি টিমগঠন পূর্বক সর্বমোট ছয়টি চেকপোস্ট বসানো হয়েছে।

৫. জনসাধারণের ঈদ কেনা-কাটার সুবিধার্থে নগরজুড়ে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত নৈশ টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও কোতায়ালি মডেল থানাধীন শহরের যে কোন জায়গায় যে কোন অনাকাক্ষিত ঘটনা দ্রুত প্রতিরোধের লক্ষ্যে মোট চারটি স্পেশাল কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। অনুরূপভাবে সদর দক্ষিণ মডেল থানাধীন যে কোন অনাকাক্ষিত ঘটনা দ্রুত প্রতিরোধের লক্ষ্যে মোট দু’টি স্পেশাল কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

সড়ক ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থাঃ

১. কুমিল্লা জেলার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে দাউদকান্দি ও চান্দিনা থানাধীন মহাসড়ক এলাকায় সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল, কুমিল্লা এর তদারকিতে মোট তিনটি স্পেশাল মোবাইল টিম গঠন পূর্বক পালাক্রমে ১২ ঘন্টা অন্তর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

২. বুড়িচং, কোতয়ালি ও সদর দক্ষিণ থানাধীন মহাসড়ক এলাকায় সহকারী পুলিশ সুপার, সদর দক্ষিণ সার্কেল, কুমিল্লা এর তদারকিতে মোট তিনটি স্পেশাল মোবাইল টিম গঠন পূর্বক পালাক্রমে ১২ ঘন্টার অন্তর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

৩. চৌদ্দগ্রাম থানাধীন মহাসড়কে সহকারী পুলিশ সুপার, চৌদ্দগ্রাম সার্কেল, কুমিল্লা এর তদারকিতে মোট দু’টি স্পেশাল মোবাইল টিম গঠন পূর্বক পালাক্রমে ১২ ঘন্টার অন্তর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

৪. মহাসড়কের বিভিন্ন স্থানে চারটি ডিবি স্পেশাল টিম গঠন পূর্বক মোতায়েন করা হয়েছে। টিম গুলো মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোসহ ২৪ ঘন্টার জন্য পালাক্রমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

৫. মহাসড়কে উভয় লেনে যানজটপূর্ণ স্থান(বাজার) ও দূর্ঘটনা প্রবণ(বাঁক ও মোড়) এলাকা সমূহে যানজট নিরসন ও দূর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং কমিউনিটি পুলিশের প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে আলাদা আলাদা টিম গঠন র্প্বূক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।

বাসা-বাড়ি ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তাঃ

১. কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় বড় বড় বাজার, শহরের বিপনী বিতানের আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যাংক, স্বর্ণপট্টিসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে জনসাধারণকে পুলিশী সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২. আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি গমনকালীন সময়ে রেল স্টেশনে, বাস টার্মিনালে ও যানবাহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন পূর্বক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

৩. ঈদ জামায়াতের নিরাপত্তা, জাল টাকার অপব্যবহার রোধ, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে তৎপর থাকার জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি)এর বিশেষ ০২ টি টিম মোতায়েন করা হয়েছে।

৪. কুমিল্লা জেলায় অবস্থিত গার্মেন্ট স কর্মীদের ঈদ বোনাস সহ মাসিক ন্যায্য বেতন যথাসময়ে প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে জেলা পুলিশ কুমিল্লা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ নির্দেশাবলিঃ

১. ঈদে ছুটি গমনকালীন সময়ে বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ছাড়ার আগে লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা ইত্যাদি বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।

২. বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ছাড়ার আগে দরজা-জানালা ঠিকভাবে তালাবদ্ধ করা, দরজা-জানালা দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করা।

৩. পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা, স্থাপিত সিসি ক্যামেরা সচল থাকার বিষয়টি নিশ্চিত করা।

৪. বাসা/প্রতিষ্ঠানের নিরাপত্তা কারীদের ডিউটি জোরদার (২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত) করা এবং রাত্রীকালিন বাসা/প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করা।

৫. ঈদে মহল্লা/বাসায় বা যে কোনো স্থানে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার আশঙ্কা থাকলে তা দ্রæত স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষায়, ০১. ০১৩২০-১১৪৮৯৮ পুলিশ কন্ট্রোল রুম, ০২. ০১৩২০-১১৩৯০৩ ক্রাইম এন্ড অপস্, ০৩. ০১৩২০-১১৩৯৪৬ সদর সার্কেল, ০৪. ০১৩২০-১১৩৯৬১ চৌদ্দগ্রাম সার্কেল, ০৫. ০১৩২০-১১৩৯৭৬ দাউদকান্দি সার্কেল, কুমিল্লা জেলা ও জরুরী প্রয়োজনে ৯৯৯।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত?

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ঢাকায় নেয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে চাঁদ দেখা...

রাজধানীতে বেড়েছে মাংস ও মসলার দাম

ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের...

শেষবেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি

অন্যান্যবারের তুলনায় স্বস্তির হয়েছে এবারের ঈদযাত্রা। শনিবার (২৯ মার্চ) অধিকাং...

চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাবে ব্যাহত ত্রাণ তৎপরতা: জাতিসংঘ

মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত...

যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তর...

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন।...

ঈদ আমাদের জন্য না: আফরান নিশো

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়...

ঈদের শুভেচ্ছায় হামজা-জামালদের বার্তা

ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাত...

কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল

সারা ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগা...

৭ বছর পর মা-ছেলের ঈদ উদ্‌যাপন, দেশবাসীর উদ্দেশে যা বললেন তারেক রহমান

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা