বিনোদন

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া গ্রেপ্তার

আমার বাঙলা ডেস্ক

রকস্টার অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি নিউইয়র্কের কুইন্সে সাবেক প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। আলিয়ার (৪৩) বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি দোতলা গ্যারেজে আগুন ধরিয়ে দেন, এতে এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ও আনাস্তাসিয়া ইত্তিয়েনের (৩৩) মৃত্যু হয়।

কুইন্সের জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ সংবাদমাধ্যমকে জানান, গ্যারেজের ওপর তলায় বাস করতেন জ্যাকবস। আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে গ্যারেজে এসে তাঁকে লক্ষ্য করে ‘আজ সবাই মরবে’ বলে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে এক প্রত্যক্ষদর্শী বাইরে আসেন এবং দেখেন ভবনটি দাউ দাউ করে জ্বলছে।

ঘটনার সময় জ্যাকবস ঘুমাচ্ছিলেন। বান্ধবী ইত্তিয়েন আলিয়াকে সতর্ক করার জন্য নেমে এলেও জ্যাকবসকে বাঁচাতে আবার ভেতরে যান। কিন্তু কেউই নিরাপদে ভবন থেকে বের হতে পারেননি।

মেলিন্ডা কাটজের অফিস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকবস এবং ইত্তিয়েনের শ্বাসনালি পুড়ে যায়, তাপজনিত কারণেই তাঁরা মারা যান।

আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।

এরই মধ্যে আলিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

মেলিন্ডা কাটজ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি আগুন লাগিয়ে দুই জন মানুষের জীবন নৃশংসভাবে শেষ করেছেন। ওই আগুনে আটকা পড়ে একজন পুরুষ এবং একজন নারী পুড়ে মারা যান।’

ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিয়ে জানান, পোড়ার গন্ধ পেয়ে তিনি বাইরে বেরিয়ে দেখেন সিঁড়িতে রাখা একটি সোফায় আগুন জ্বলছে। তিনি আগুনের ওপর দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী বলেন, ইত্তিয়েনও তাঁর সঙ্গে লাফিয়ে পার হলেও, জ্যাকবসকে বাঁচানোর জন্য আবার ভেতরে যান।

প্রত্যক্ষদর্শী আরও জানান, জ্যাকবস ও আলিয়ার সম্পর্ক সুখের ছিল না। আলিয়া আগে একবার জ্যাকবসের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

জ্যাকবসের মা জ্যানেট নিউইয়র্ক পোস্টকে জানান, প্রায় এক বছর আগে জ্যাকবস আলিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু আলিয়া সেটি মেনে নিতে পারছিলেন না। তিনি আরও বলেন, তাঁর ছেলে প্লাম্বার ছিলেন। গ্যারেজটি একটি অ্যাপার্টমেন্টে রূপান্তরিত করার প্রকল্পে কাজ করছিলেন তিনি।

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তাঁদের মা মেরি ফাকরি বিশ্বাস করতে পারছেন না যে, আলিয়া কাউকে হত্যা করতে পারেন। তিনি বলেন, আলিয়া এমন একটা মেয়ে যে সবাইকে সাহায্য করার চেষ্টা করে। তিনি জানান, দাঁতের সমস্যার পর থেকে আলিয়া আফিমে আসক্তি হয়ে পড়েছিলেন। এই মাদকাসক্তির থেকে মুক্তির জন্য তিনি লড়াই করে যাচ্ছিলেন। এটি হয়তো তাঁর আচরণে প্রভাব ফেলেছে।

নার্গিস ও আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্দর ফাকরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফাকরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের...

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮...

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহ...

সিদ্দিক কবিরাজের এক খিলি পানের দাম ১৫৭৫ টাকা

রাজশাহীর ঈদ মেলায় বাঘা দরগা শরিফের গেটের সামনে সিদ্দিক কবিরাজের (৫৭) পানের দো...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা