ফাইল ফটো
খেলা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে সৌম্য

ক্রীড়া ডেস্ক: নিজে দীর্ঘদিন অফফর্মে। ওপেনিংয়ে সমস্যার কারণে এই অফফর্ম নিয়েও দলে জায়গা পান সৌম্য সরকার। কিন্তু জায়গা পাওয়াটাকে শুধু অপচয়ই করেন তিনি। একটি-দুটি মাঝারি মানের ইনিংস মাঝে-মধ্যে খেললেও, নিয়মিতই তিনি এবং বাংলাদেশের টপ অর্ডাররা ব্যর্থ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার, ভারতের সঙ্গে ব্যাটিংয়ে খুবই বাজে অবস্থার কারণে বাংলাদেশ দল নিয়ে সবাই যখন খুব শঙ্কার মধ্যে সময় কাটাচ্ছে, বিশ্বকাপে কী হয় না হয়, সুপার এইটে যেতে পারবে কি না- তা নিয়ে চিন্তিত; তখন খোদ সৌম্য সরকার শোনালেন আশার বাণী। তিনি নাকি বিশ্বকাপে খেলতেই গেছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবং এখনও সেই স্বপ্ন লালন করে চলেছেন বাংলাদেশ দলের ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য গ্রিন রেড স্টোরিতে আজ কথা বলেছিলেন সৌম্য। সেখানেই বিশ্বকাপে ফাইনাল খেলার এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানান সৌম্য সরকার।

তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সে রকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি অফফর্মে থাকলেও তার ব্যাপারে আশাবাদী সৌম্য। তিনি বলেন, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসঙ্গে ছিলাম। দেখেছি সে (শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি, সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা; আশা করব, সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে।’

একটা ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রতিশ্রুতির কথা জানান সৌম্য। তিনি বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক। সাকিব (ভাই), রিয়াদ (ভাই) আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসঙ্গে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব, ফাইনাল খেলতে যাবো। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চারটি ম্যাচ মোট তিনটি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফরচুন বরিশালের থিম সং করে আলোচনায় সোহেল রাজ

বিপিএল এর এবারের আসরে অন্যতম দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির পা...

সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে, আসন ৫০৫

জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছ...

পেনাল্টি মিসে দল বাদ পড়ায় ফুটবলারের অনাগত সন্তানকে হত্যার হুমকি

রুদ্ধশ্বাস এক ম্যাচে টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃ...

গণভবনে টিউলিপের সঙ্গে সম্পৃক্ত যা দেখা গেল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস...

লেবাননের প্রধানমন্ত্রী হলেন আইসিজের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম

জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন আন্তর্জাতিক বিচার আদালত...

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড থেকে খালাস খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা...

আলোচিত সেই মতিউর স্ত্রীসহ গ্রেপ্তার

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্...

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্...

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে...

ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের বিতাড়িত প্রধান শিক্ষক রুব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা